সাভার (ঢাকা): সাভারে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির মোট ২১টি অনুমোদিত প্রতিষ্ঠানের ২৭১জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়।
ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত, কম্পিউটার, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ- এসব বিষয়ের উপর শিক্ষার্থীদের মেধা যাচাই করা হয়।
প্রতিটি বিভাগ থেকে তিনজন করে সর্বমোট ১২ জনকে বাছাই করে বিভাগীয় পর্যায়ে পাঠানো হবে। সেখান থেকে বিজয়ীরা জাতীয় পর্যায়ে মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসা সৈয়দ শাহরিয়ার মেনজিস বাংলানিউজকে জানান, ব্যতিক্রমধর্মী মেধা যাচাইয়ের লক্ষ্যে ও সর্বস্তরের শিক্ষার্থীদের মাঝে লেখাপড়ার মান উন্নয়নের জন্য এই বিশেষ আয়োজন।
এ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মোল্যা এবং বিশেষ অতিথি ছিলেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াস খান।
এছাড়াও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সৃজনশীল এ প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫