ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর কাজ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর কাজ শুরু শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা: আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার (০৩ মার্চ) বিকেল পৌনে ৪টায় রাজধানীর বিজি প্রেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।



শিক্ষামন্ত্রী বলেন, সবার সহযোগিতায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই শুরু হয়েছে। ৫২ দিনের মধ্যেই প্রশ্নপত্র ছাপানোর কাজ শেষ হবে বলে আশা করছি।

এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো সম্ভাবনা নেই মন্তব্য করে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সব ধরণের মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। সফলতার সঙ্গে সবার সহযোগিতায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধ করা হয়েছে। আশা করছি এসএসসি পরীক্ষার বাকি পরীক্ষাগুলোর সময়সূচি আর পরিবর্তন করতে হবে না।

চলমান হরতাল-অবরোধের খেসারত দেশকে আগামী ৪০ বছর দিতে হবে বলেও মন্তব্য করেন নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, আমাদের প্রাক-প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত মোট ৫ কোটি ৫২ লাখ শিক্ষার্থী রয়েছে। যারা আগামী ৪০ বছর দেশের নেতৃত্ব দেবেন। কিন্তু হরতাল-অবরোধের মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে তাদের মধ্যে হতাশা তৈরি করা হচ্ছে। ক্ষমতায় আসার জন্য জ্বালাও-পোড়াও চালানো হচ্ছে।

এভাবে ‘অস্থিরতা’ সৃষ্টি করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট না করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।