ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার দিবস পালিত

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
গণ বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। দিবসটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগ।



বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষকসহ প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

র্যালিতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. রফিকুল আলম, ইংরেজি বিভাগের প্রধান মনছুর মুসা, কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি শামীম হোসেন, সেমিনার ও বিতর্ক সম্পাদক মো. আব্দুল আলীমসহ প্রমুখ।

এদিকে, দিবসটি উপলক্ষে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠানটির সমন্বয়কারী ও শিক্ষার্থী সুজন হালদার বলেন, নিজের অধিকার আদায়ের সঙ্গে সঙ্গে অন্যের অধিকার নিশ্চিত করা উচিত। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর এ ব্যাপারে সচেতন হতে হবে।

জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১৯৪৮ সাল থেকে এই দিবসটি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।