ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
রাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ

রাবি(রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার(১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।



কয়েকজন শিক্ষার্থী বাংলানিউজকে বলেন, আমরা রবীন্দ্র কলাভবন থেকে একটু দূরে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের বিকট শব্দে আমরা আতঙ্কিত হয়ে পড়ি।

ঘটনাস্থলের পাশের রাস্তা দিয়ে যাওয়া কয়েকজন পথচারী বলেন, আমরা ওই দিক দিয়ে যাওয়ার সময় রবীন্দ্র কলাভবনের পশ্চিম পাশে বিকট শব্দ পাই। পরে সেদিকে ধোঁয়া দেখতে পাই। তবে সেখানে কাউকে দেখতে পাইনি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, বিস্ফোরণের ঘটনা শোনার পরই ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। তবে, এখনো বিস্ফোরণের ঘটনায় জড়িত কাউকে সনাক্ত করা যায়নি।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।