ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক শিক্ষার প্রচারে বিটিভিতে আসছে ‘শত ফুল’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
প্রাথমিক শিক্ষার প্রচারে বিটিভিতে আসছে ‘শত ফুল’

ঢাকা: ‘শত ফুল’ নামে একটি বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) পরিবেশন করবে প্রাথমিক শিক্ষা পরিবার।

রোববার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় প্রথমপর্বের পরিবেশনার মধ্য দিয়ে ম্যাগাজিন অনুষ্ঠানটির প্রচার শুরু হবে।



প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার বিভিন্ন চলমান কর্মকাণ্ড ধারাবাহিকভাবে প্রচার করা হবে। আর প্রাথমিক শিক্ষা পরিবারের নিজস্ব শিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচারিত হবে।

প্রাথমিক শিক্ষার প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে মানসম্মত, সমতাভিত্তিক ও একীভূত শিক্ষা বাস্তবায়নকল্পে  প্রাথমিক শিক্ষার নিজস্ব উদ্যোগে বাংলাদেশ টেলিভিশনের সহযোগিতায় প্রতিমাসে ধারাবাহিকভাবে ‘শতফুল’  ম্যাগাজিন অনুষ্ঠানটি  প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এমআইএইচ/এমএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।