ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বিশ্ব চলচ্চিত্র দিবসে মাভাবিপ্রবিতে র‍্যালি

মাভাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
বিশ্ব চলচ্চিত্র দিবসে মাভাবিপ্রবিতে র‍্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিশ্ব চলচ্চিত্র দিবসের র‍্যালি করা হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফিল্ম সোসাইটির আয়োজনে এই র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

র‍্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন, ফিল্ম সোসাইটির সভাপতি মারুফ হাসান, সাধারণ সম্পাদক নাহিদ খান, সদস্য সাদমান আশরাফ, সাদ আল জামানী, সানজিদা হক রিমু, রাফিউল ইসলাম অন্তু, আহমাদুল্লাহ আল গালিব প্রমুখ।

র‍্যালি শেষে এক সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম সোসাইটির সভাপতি মারুফ হাসান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ব চলচ্চিত্র দিবস নানা আয়োজনে উদযাপিত হয়। কিন্তু এদেশে কিছু বিশ্ববিদ্যালয় দিবসটি উদযাপন করে থাকে। তবে এবারই প্রথম আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে দিবসটি উদযাপন করছি।

এরপর থেকে প্রতিবছর দিবসটি নানা আয়োজনে উদযাপন করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।