ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

মাভাবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২৩ জানুয়ারি

মাভাবিপ্রবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
মাভাবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২৩ জানুয়ারি

টাঙ্গাইল: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আগামী ২৩ জানুয়ারি থেকে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দফতরের সহকারী পরিচালক মো. সামছুল আলম বাংলানিউজকে এ তথ্য জানান।



বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম বলেন, পাঁচটি অনুষদের অধীনে ১৫টি বিভাগের ভর্তি কার্যক্রম প্রায় শেষ।

ক্লাস শুরুর সব প্রস্তুতিই সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা যাতে সেশনজট মুক্ত পরিবেশে পড়াশুনা করতে পারে, সেদিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।