ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বই উৎসব

নতুন বই পেলো পিরোজপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
নতুন বই পেলো পিরোজপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত বই উৎসবের অংশ হিসেবে শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১০টায় পিরোজপুর করিমুন্নেছা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।



এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল।

বই উৎসবে বক্তব্য রাখেন করিমুন্নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি লায়লা পারভীন, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফ মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম হাওলাদার ও অঞ্জু রানী কর্মকার।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।