ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঈশ্বরদীর স্কুলে-স্কুলে বই উৎসব

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
ঈশ্বরদীর স্কুলে-স্কুলে বই উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলার প্রতিটি স্কুলে বই উৎসবে শামিল হয়েছে শিশুরা।

শুক্রবার (১ জানুয়ারি) ছুটির দিনেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই নিতে এসে উচ্ছ্বাসে উদ্বেলিত হয়ে ওঠেন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা।



সকালে এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

কলেজের অধ্যক্ষ আয়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল মাহমুদ, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণ ও সেলিম সরদার প্রমুখ।

এছাড়া সাঁড়া গোপালপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বই উৎসবে বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক মাসুদ রানা, সাংবাদিক সেলিম সরদার, সাবেক কমিশনার ফখরুল ইসলাম মনি ও ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।