ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভূমিকম্পে ঢাবিতে আহত ১০

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
ভূমিকম্পে ঢাবিতে আহত ১০

ঢাকা বিশ্ববিদ্যালয়: সোমবার (০৪ জানুয়ারি) ভোররাতের ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আতঙ্কগ্রস্ত হয়ে হল থেকে বের হয়ে আসার সময় তারা আহত হন বলে জানিয়েছেন প্রক্টর ড. এ এম আমজাদ।



সোমবার সকাল ৭টার দিকে তিনি বাংলানিউজকে এ তথ্য জানান।

ড. এ এম আমজাদ বলেন, আতঙ্কিত হয়ে হল থেকে লাফিয়ে পড়ার সময়ই বেশিরভাগ আহত হয়েছেন। এর মধ্যে শহীদুল্লাহ হলের এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর। সার্জেন্ট জহুরুল হক হলেও একজন তিনতলা থেকে লাফিয়ে পড়ার খবর পাওয়া গেছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ১০ জন আহত হওয়ার খবর পেয়েছি আমরা। তবে শহীদুল্লাহ হল বাদে কার্জন হল এলাকার বাকি হলগুলোর খবর এখনও পাওয়া যায়নি। আহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করছি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৫
এসএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।