ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে মিশুক মুনীরের ছবিতে ‘মন জানালা’র প্রকাশনা

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
ঢাবিতে মিশুক মুনীরের ছবিতে ‘মন জানালা’র প্রকাশনা ‘অপরাজেয় বাংলা’র নির্মাণপর্ব নিয়ে প্রয়াত মিশুক মুনীরের ছবিতে ‘মন জানালা’ বইয়ের প্রকাশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের প্রতীক ‘অপরাজেয় বাংলা’র নির্মাণপর্ব নিয়ে প্রয়াত সাংবাদিক আলোকচিত্রী মিশুক মুনীরের আলোকচিত্র সম্বলিত ‘মন জানালা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ছিলো সোমবার (১৯ ডিসেম্বর)।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের প্রতীক ‘অপরাজেয় বাংলা’র নির্মাণপর্ব নিয়ে প্রয়াত সাংবাদিক আলোকচিত্রী মিশুক মুনীরের আলোকচিত্র সম্বলিত ‘মন জানালা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ছিলো সোমবার (১৯ ডিসেম্বর)। বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে এই প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।

  প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে বিশেষ অতিথি ছিলেন ‘অপরাজেয় বাংলা’র স্থপতি সৈয়দ আবদুল্লাহ খালিদ, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, নাট্যজন ম হামিদ প্রমুখ।

মুক্তিযুদ্ধের প্রতীক ‘অপরাজেয় বাংলা’ শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন নয় সব প্রগতিশীল আন্দোলনের প্রেরণার প্রতীক। আলোকচিত্রী মিশুক মুনীর এই ‘অপরাজেয় বাংলা’র নির্মাণপর্বকে ক্যামেরায় ধরে রেখেছিলেন। সেসব ছবি নিয়েই বেঙ্গল ফাউন্ডেশন বইটি প্রকাশ করেছে।

মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলি কাজী ও ছেলে নাঈম সিবাস্টিয়ান মুনীর প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ০৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।