ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবির পাখি মেলা শুরু, আসছেন দর্শনার্থীরা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
জাবির পাখি মেলা শুরু, আসছেন দর্শনার্থীরা পাখি মেলা, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘পাখ-পাখালি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১৬তম পাখি মেলা অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (০৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে মেলা উদ্বোধন করেন জাবি কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, প্রকৃতির সঙ্গে মানুষের সংঘাত নিরন্তর।

তার পরেও প্রকৃতির খুঁনিনাটি জানা প্রত্যেক মানুষের প্রয়োজন। কারণ প্রকৃতিই মানুষের জীবন ধারনের একমাত্র উপজীব্য বিষয়। তাই জীব বৈচিত্র্য ও প্রাক বৈচিত্র্য সম্পর্কে আমাদের যেমন সচেতন থাকতে হবে ঠিক শিশু-কিশোরদের মধ্যে সচেতনা বৃদ্ধি করতে হবে।

এ সময় তিনি প্রকৃতি সংরক্ষণের জন্য আলাদা বাজেট ঘোষণা করবেন বলে জানান। একই সঙ্গে পাখি মেলার আয়োজককে ধন্যবাদ জানান।

অধ্যাপক এটিএম আতিকুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখে আরণ্যক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ফরিদ উদ্দিন আহমেদ, আই ইউ সি এন-এর বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমেদ, বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইনাম আল হক, বাংলাদেশ বন বিভাগের সিএফ অসিত রঞ্জন পাল, ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টারের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোস্তফা ফিরোজ, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মো. মনোয়ার হোসেন, অধ্যাপক সাজেদা বেগম প্রমুখ।

পাখি মেলার দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে, আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাখি বিষয়ক বার্ষিক প্রতিবেদক উপস্থাপন, টেলিস্কোপে শিশু কিশোরদের পাখি পর্যবেক্ষণ, স্টল সাজানো প্রতিযোগিতা (পাখির আলোকচিত্র ও পত্র-পত্রিকা প্রদর্শনী), আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা (অডিও-ভিডিও’র মাধ্যমে), পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা (সবার জন্য উন্মুক্ত)। সবশেষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

এবারের পাখি মেলায় নতুন পাখি শনাক্ত করায় তিনজনকে বিগবার্ড অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, মিজানুর রহমান মিঠু, সালাহ উদ্দিন জাহিদ ও নাজমুল হুসাইন নিশাদ।

মেলার আহ্বায়ক প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামরুল হাসান
বলেন, পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ প্রতি বছর এ মেলার আয়োজন করে থাকে।

২০০১ সাল থেকে ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে পাখি মেলা হয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘন্টা, জানুয়ারি ০৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।