ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সাবিত্রী বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ-বিদায় সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
সাবিত্রী বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ-বিদায় সংবর্ধনা সাবিত্রী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবীণদের বিদায়-নবীনদের সংবর্ধণা

রাজশাহী: রাজশাহী মহানগরীর সাবিত্রী বালিকা উচ্চ বিদ্যালয়ের-২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নতুন শিক্ষার্থীদের বরণ করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (২১ জানুয়ারি) অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবীণদের বিদায় ও নবীনদের বরন করা হয়।

দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপেশ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
   
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এসএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।