ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
নজরুল বিশ্ববিদ্যালয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে ওয়ার্কশপ কর্মশালা অনুষ্ঠিত হয়

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘ওয়ার্কশপ অন সেলফ অ্যাসেসমেন্ট প্রোসেস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলম।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট (হেকেপ) প্রজেক্টের আওতায় এ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে।

অধ্যাপক ড. রশিদুন নবীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এ এম এম শামসুর রহমান।

বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সায়েদুর রহমান ও ড. বিশ্বজিৎ চন্দ্র দেব।

উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলম বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তাই শিক্ষাক্ষেত্রে বরাদ্দ সবচেয়ে বেশি। এর ফলে ইউজিসি ও আইকিউএসির উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছে।

শিক্ষার ক্ষেত্রে বেশি সুফল পেতেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রযুক্তি নির্ভর এ কর্মসূচি হাতে নিয়েছে বলে ‍জানান উপাচার্য।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এমএএএম/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।