ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রতিবন্ধীদের ‘স্মাইল চাইল্ড’ স্কুল বন্ধ, বিপাকে অভিভাবকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
প্রতিবন্ধীদের ‘স্মাইল চাইল্ড’ স্কুল বন্ধ, বিপাকে অভিভাবকরা

ঢাকা: অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় রাজধানীতে প্রতিবন্ধীদের ‘স্মাইল চাইল্ড’ নামের একটি স্কুল তালা মেরে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে বিপাকে পড়েছেন ওই স্কুলের শতাধিক শিক্ষার্থীর অভিভাবকেরা। 

বৃহস্পতিবার (০৯ মার্চ) রাজধানীর আফতাব নগরে অবস্থিত ওই স্কুলটি বন্ধ করে দেয়া হয় বলে অভিযোগ করেছেন একাধিক অভিভাবক।  
 
নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বাংলানিউজকে জানান, সকালে স্কুলে গিয়ে দেখেন তালাবদ্ধ।

সে সময় অভিভাবকেরা সন্তানদের নিয়ে স্কুলটির সামনে থেকে ফিরে আসেন।  
 
প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবকদের ডোনেশনে চলা ছয়তলা বিশিষ্ট ভবনের  ওই স্কুলটিতে বর্তমানে ১০৫ জন প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থী রয়েছে বলে জানা যায়।
 
অভিভাবকদের অভিযোগ করেন, অনিয়মের প্রতিবাদ করা তাদের সন্তানদের স্কুল থেকে বের করে দিয়ে নতুন করে শিক্ষার্থী ভর্তি করানোর অপচেষ্টা চলছে।  
 
দ্রুত স্কুলটি খুলে দিয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দেয়ার দাবি জানিয়েছেন অভিভাবকেরা।
  
অভিযোগের ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ রিসিভ করেননি।
 
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।