ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

১২ স্বর্ণপদক জিতেছেন জাবি শিক্ষার্থী সাগর

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
১২ স্বর্ণপদক জিতেছেন জাবি শিক্ষার্থী সাগর শিক্ষার্থী মাহফিজুর রহমান সাগর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: পঞ্চম আন্তঃবিশ্ববিদ্যালয় গেমসে সাঁতার প্রতিযোগিতায় ১২টি ইভেন্টে ১২টি স্বর্ণপদক জিতেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী মাহফিজুর রহমান সাগর।

রোববার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক এস এম সাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার আয়োজনে গত ২৮ মার্চ থেকে শুরু হয় পঞ্চম আন্তঃবিশ্ববিদ্যালয় গেমস।

রোববার ছিল এ গেমসের সমাপনী দিন। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

এদিকে, স্বর্ণ বিজয়ী সাগরকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন জাবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

এ বিষয়ে তিনি বলেন, এই অর্জন পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অনেক ইতিবাচক। সম্প্রতি আমাদের বিশ্ববিদ্যালয়ের দশ শিক্ষার্থী প্রধানমন্ত্রীর কাছ থেকে সেরা শিক্ষার্থী হিসেবে স্বর্ণপদক পেয়েছেন। যাদের সবাই নারী। আমাদের অর্জনের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।