ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কাঙ্ক্ষিত কওমি সনদের স্বীকৃতির ঘোষণা মঙ্গলবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
কাঙ্ক্ষিত কওমি সনদের স্বীকৃতির ঘোষণা মঙ্গলবার ছবি: ফাইল ফটো

ঢাকা: কাঙ্ক্ষিত কওমি সনদের স্বীকৃতি মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যায় গণভবন থেকে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় দেশের শীর্ষস্থানীয় তিন শতাধিক আলেম-উলামা উপস্থিত থাকবেন।

গণভবনে উপস্থিত থাকবেন- হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক, হেফাজতে ইসলামের আমির ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (ঢাকা বেফাক) সভাপতি আল্লামা শাহ আহমদ শফী।


 
অনুষ্ঠানে আমন্ত্রিত তিনশতাধিক আলেমের মধ্যে বেফাকের পক্ষ থেকে আল্লামা আহমদ শফীর নেতৃত্বে অংশগ্রহণ করবে ১৫০ জন। গওহরডাঙ্গা শিক্ষা বোর্ডের সভাপতি পীরে কামেল আল্লামা মুফতি রুহুল আমীনের নেতৃত্বে অন্য ৪ বোর্ড থেকে অংশগ্রহণ করবে ১৫০ জন।
 
অনুষ্ঠানে শোলাকিয়া ঈদগাহের ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বেও বেশ কয়েকজন আলেম যাবেন।
 
২৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে দেশের ৬টি কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কওমি সনদের স্বীকৃতির বিষয়ে সবাই ঐকমত্যে পৌছেন। এর পর শুরু হয় সনদের রূপরেখা প্রণয়নের কাজ। সবশেষে আজ আসছে ঘোষণা।
 
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এমএইউ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।