ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাংলাদেশিদের সরাসরি জেইই অ্যাডভান্সড পরীক্ষার সুযোগ

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, মে ২, ২০১৭
বাংলাদেশিদের সরাসরি জেইই অ্যাডভান্সড পরীক্ষার সুযোগ বাংলাদেশিদের সরাসরি জেইই অ্যাডভান্সড পরীক্ষার সুযোগ

ঢাকা: মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতের স্বনামধন্য ২৩টি আইআইটিতে (ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি) স্নাতকপূর্ব প্রকৌশল শিক্ষাক্রমে ভর্তির অনন্য সুযোগ দিচ্ছে ঢাকার ভারতীয় হাই কমিশন।

নতুন ঘোষণা অনুযায়ী, বাংলাদেশিদের জন্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (জেইই)-এর মূল পরীক্ষার সম্মুখীন হতে হবে না। আগে জেইই মূল পরীক্ষাটি আগে অনুষ্ঠিত হতো।



এখন বাংলাদেশের শিক্ষার্থীরা জেইই অ্যাডভান্সড ২০১৭-য় সরাসরি যোগ দিতে পারবেন। এ পরীক্ষা প্রথমবারের মতো ঢাকায় আগামী ২১ মে অনুষ্ঠিত হবে।

পরীক্ষাটি সকাল ৯টায় শুরু হয়ে মধ্যাহ্ন বিরতিসহ বিকেল ৫টা পর্যন্ত চলবে।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানতে এই ওয়েবসাইট দেখুন http://www.jeeadv.ac.in/। বিদেশি শিক্ষার্থীদের জন্য তথ্য পাওয়া যাবে এই লিংকে: http://www.jeeadv.ac.in/pdf/foreign.pdf

জেইই অ্যাডভান্সড পরীক্ষার শেষ তারিখ ৪ মে ২০১৭। রেজিস্ট্রেশন করতে আগ্রহী শিক্ষার্থীরা এই লিংক দেখুন: http://jeeadv.nic.in/jeeadvapp/root/loginpage.aspx

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মে ০২, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।