ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, জুন ২১, ২০১৭
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রস্তাব রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি

রংপুর: ২০১৭-১৮ অর্থ বছরের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ৩৯ কোটি ৬৮ লাখ টাকা বাজেট প্রস্তাব করেছে। বুধবার (২১ জুন) উপাচার্যের সভা কক্ষে অনুষ্ঠিত অর্থ কমিটির ২০তম সভায় বাজেট প্রস্তাবের এ সিন্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে সভায় কলা অনুষদের ডিন প্রফেসর ড. সাইদুল হক, রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর, ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. মিজানুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত এই বাজেট বিশ্ববিদ্যালয়ের জন্য যথেষ্ট কি না সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

তবে সার্বিক দিক বিবেচনা করে অর্থ কমিটি এই বাজেট প্রস্তাবের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জুন ২১, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।