রোববার (২৩ জুলাই) প্রকাশিত ফলাফলে বোর্ডে এবার এইচএসসিতে পাসের হার ৭০ দশমিক ২৮ শতাংশ। যা গত বছরের তুলনায় দশমিক ১৫ ভাগ বেশি।
বরিশাল শিক্ষা বোর্ডে মেয়েদের পাসের হার ৭৩ দশমিক ৪১ শতাংশ ও ছেলেদের পাসের হার ৬৭ দশমিক ৩৬ শতাংশ।
এছাড়া মেয়েদের জিপিএ৫ এর সংখ্যা ৪১৮টি, আর ছেলেরা ২১টি জিপিএ-৫ কম পেয়ে মোট জিপিএ৫-এর সংখ্যা ৩৯৭টি।
এছাড়াও বিষয় ভিত্তিতে পাসের হারে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায়ও এগিয়ে রয়েছে মেয়েরা। ২০১৬ সালের ফলাফলেও মেয়েরা জিপিএ৫ ও পাসের হারে এগিয়ে ছিলো।
বরিশাল শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে বেলা ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করেন শিক্ষা বোর্ডের সচিব বিপ্লব কুমার ভট্টাচার্য্য। তিনি জানান, সার্বিক দিক থেকে ইংরেজি বিষয়ে ফলাফল কিছুটা খারাপ হয়েছে।
এখান থেকে পাওয়া তথ্যানুযায়ী, এবার ৩২৯টি কলেজ থেকে ৬০ হাজার ৪৮৬ পরীক্ষার্থী ১১৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে।
জেলা ভিত্তিক পাসের হারে পটুয়াখালী জেলা ৭৫ দশমিক ৫৭ ভাগ পাস করে প্রথম অবস্থানে রয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এমএস/জেডএস