ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিদেশি কেন্দ্রের পাসের হার ৯৪.২১ শতাংশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
বিদেশি কেন্দ্রের পাসের হার ৯৪.২১ শতাংশ

ঢাকা: চলতি বছর সাত বিদেশি কেন্দ্রে এইচএসসিতে গড় পাসের হার ৯৪ দশমিক ২১ শতাংশ। শতভাগ পাস নিয়ে এগিয়ে আবুধাবি। আর সর্বনিম্ন পাসের হার লিবিয়ার রাজধানী ত্রিপোলীতে ৭৫ শতাংশ।

সাত কেন্দ্র থেকে ২৫৯জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪৬ জন পেয়েছে জিপিএ-পাঁচ।

জিপিএ-পাঁচ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৬৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৫ জন জিপিএ পাঁচ পেয়েছে।

সবচেয়ে বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় কাতারের রাজধানী দোহায় অবস্থিত বাংলাদেশ মাশহুর-উল-হক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে। প্রতিষ্ঠানটি থেকে মোট ৭৩ জন পরীক্ষার্থী এইচএসসিতে অংশ  নেয়। পাসের হার ৯৩.১৫ শতাংশ। জিপিএ-পাঁচ পেয়েছে ১৪ জন।

সবচেয়ে কম অর্থাৎ, ৫ জন পরীক্ষার্থী অংশ নেয় বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ থেকে। এরমধ্যে একজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

বিদেশের সাত কেন্দ্রে অংশ নেয় মোট ২৫টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এসআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।