ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গাজীপুরে আইইউটি’র ভর্তি পরীক্ষা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
গাজীপুরে আইইউটি’র ভর্তি পরীক্ষা শুরু

গাজীপুর: গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) আইইউটির নিজস্ব ক্যাম্পাস এবং ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ক্যাম্পাসে সকাল সাড়ে ১০টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়। শেষ হবে দুপুর সাড়ে ১২টায়।

আইইউটি সহকারী প্রটোকল কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম জানান, দুইঘণ্টার এ ভর্তি পরীক্ষায় পাঁচ হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে। এদের মধ্যে ৬টি বিষয়ে ৬৩০ জন শিক্ষার্থী এ বছর আইইউটিতে ভর্তির সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭     
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।