ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি সংস্কৃতি সংসদের নতুন কমিটি গঠন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
জাবি সংস্কৃতি সংসদের নতুন কমিটি গঠন মিখা পিরেগু ও আব্দুল্লাহ বিন বাশার অনিন্দ্য।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: মিখা পিরেগুকে সভাপতি ও আব্দুল্লাহ বিন বাশার অনিন্দ্যকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটি এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য দায়িত্বে যারা রয়েছেন- সহ-সভাপতি কাবেরী সুলতানা জ্যোতি ও নুসরাত তুবা, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান জামিল ও তাসনুভা তাজিন ইভা, সাংগঠনিক সম্পাদক তাসবিবুল গণি নিলয়, অর্থ সম্পাদক তুষার ধর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ম্যাকবেথ নিল, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক নিলাঞ্জনা দে, দপ্তর সম্পাদক ফাহিম মুকাররাব।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- আহনাফ তাহমিদ অর্ণব, পলাশ আহমে, কামরুজ্জামান শাকিল ও হিমালয় রাজপাল হিমু।

মুক্ত বৃদ্ধির চর্চা ও সাংস্কৃতিক বিকাশ ঘটানোর লক্ষ্যে ১৯৮০ সালে সংস্কৃতি সংসদের যাত্রা শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।