ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ট্রাস্ট কলেজের নবীনবরণ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, ডিসেম্বর ৬, ২০১৭
ট্রাস্ট কলেজের নবীনবরণ  ট্রাস্ট কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সাবেক স্বরাস্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর উত্তরায় ট্রাস্ট কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির প্রথমবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) উত্তরার ১৩ নম্বর সেক্টরের খেলার মাঠে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাস্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

ট্রাস্ট কলেজের অধ্যক্ষ বশির আহাম্মেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন আহামেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম তোফাজ্জল হোসেন (বীর মুক্তিযোদ্ধা), বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম মাহবুব আলম, ত্রাণ ও সমাজ কল্যাণ এম এম রাজু আহামেদ, কৃষি ও সমবায় সম্পাদক মো. আফছার উদ্দিন খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী (রবিন), আইনজীবী আবু হানিফসহ অভিভাবকরা।

শেষে ট্রাস্ট কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।