শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় উত্তীর্ণ ১০ এর অধিক বয়সী কোমলমতি শিক্ষার্থীরা ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের এ নির্দেশনার প্রেক্ষিতে ভর্তি বিজ্ঞপ্তি সংশোধন করেছে নগরীর মাধ্যমিক ময়মনসিংহ জিলা স্কুল, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি ল্যাবরেটরি হাইস্কুল।
গত বুধবার (০৬ ডিসেম্বর) দেশের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজে ‘বয়সের ফাঁদে ময়মনসিংহে ভর্তির সুযোগ বঞ্চিত হচ্ছে শিশুরা’ শিরোনামে খবর প্রকাশের পর শিক্ষা মন্ত্রণালয় এ জটিলতা নিরসনের উদ্যোগ নেয়।
ময়মনসিংহ জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে ১০’র অধিক বয়সী শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন। বয়স নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন হয়েছে। ’
বাংলানিউজকে অভিনন্দন জানিয়ে সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ এক শিক্ষার্থীর অভিভাবক শম্পা আহমেদ জানান, বয়সের জটিলতার কারণে শিশুদের ভবিষ্যত নিয়ে আমরা চরম উদ্বিগ্ন ছিলাম।
বাংলানিউজ সময়োপযোগী প্রতিবেদন প্রকাশ করেছে। জেলা প্রশাসক ও শিক্ষা কর্মকর্তাদের হস্তক্ষেপের কারণে এ জটিলতা নিরসন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় আমাদের দাবি পূরণ করেছে। ’
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
এমএএএম/আরআই