ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাপানের এনইএফ’র বৃত্তি পেলেন জাবির ১০ শিক্ষার্থী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
জাপানের এনইএফ’র বৃত্তি পেলেন জাবির ১০ শিক্ষার্থী জাপানের এনইএফ’র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাপানের নাগোয়া ন্যাচারাল এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের(এনইএফ) পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) ১০জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. খবির উদ্দিন, ভারপ্রাপ্ত কম্পট্রোলার মোসানুল কবীর প্রমুখ।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. খবির উদ্দিনকে প্রধান করে গঠিত তিন সদস্যের একটি বাছাই কমিটি এ ১০জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করে এনইএফ-এ পাঠায়। এনইএফ তা অনুমোদন করেন। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা প্রকৃতি সংরক্ষণ বিষয়ে শিক্ষা-গবেষণার সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।