শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে শেষ হলো জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (জেসিপিএসসি) পুনর্মিলনীর প্রথম দিন।
প্রভাতে শুরু হওয়া আয়োজন রাতে শিরোনামহীনের গানে মেতে শেষ হয়।
হোস্টেল বিল্ডিংয়ের সামনে ফেলে আসা অতীতের রোমন্থন করে যাচ্ছেন শাওন, হাসান আদনান, কাজী মারুফ, মোহাম্মদ জুয়েল। হোস্টেলের রোমাঞ্চকর সময়টা দারুন মিস করছেন তারা। কে কোথায় কোন রুমে...
শাওন এখন বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার, আদনান সেনাবাহিনীর প্যারা কমান্ডোতে, মারুফ ও জুয়েল বিশ্ববিদ্যালয় শেষে ব্যবসায়, প্রতিবেদক নিজে সাংবাদিকতায়।
শুধু বন্ধুত্ব নয়, জেসিপিএসসিতে জুটি বেঁধে বিয়েও করেছেন অনেকে। ব্যাংক কর্মকর্তা শাহরিয়ার মোরশেদ-ফারজানা, সেনাকর্মকর্তা তুহিন-তামান্নাসহ এমন অনেক জুটি রয়েছে জেসিপিএসসি অঙ্গনে। সবাই এখন ফিরে তাকাচ্ছেন ফেলে আসা দিনগুলির দিকে।
বিদেশ থেকেও ছুটে এসেছেন অনেকে। ২০১৬ ব্যাচের জেসিপিএসসিয়ান ফাহাদ জামান এসেছে কানাডা থেকে। মাঠে সাজানো প্যান্ডেলের পেছনে বন্ধুদের খুঁজে বের করছেন তিনি।
রোববার ২৩ ডিসেম্বর এ মহামিলনের সমাপ্তি। এদিন সকালেই ঘোষণা হবে অ্যালমনাই অ্যাসোসিয়েশন। রাতে জেসিপিএসসির উল্লাসে যোগ দেবেন নগর বাউল জেমস। জালালাবাদ সেনানিবাসের রাতের আকাশ জেমস 'তারায় তারায় রটিয়ে' দেবেন...
জেপিএসসির প্রথম ব্যাচের শিক্ষার্থী সৈয়দ তানভীর আলম জানান, সামনে ২৫ বছরপূর্তি উৎসব। প্রতি পাঁচ বছর পর পর পুনর্মিলনী উৎসবের আয়োজন হবে।
প্রথম পুনর্মিলনী আয়োজনে টানা তিন মাস ধরে কাজ করেছে অর্ধশতাধিক প্রাক্তন শিক্ষার্থী। যাদের নিয়ে গঠিত হয়েছে পুনর্মিলনী কমিটি। কমিটির সভাপতি প্রাক্তন জেসিপিএসসিয়ান ডা. এটিএম রাসেল মিশু ও সদস্য সচিব ডা. শাকিলুর রহমান।
পুরো আয়োজনে সম্পৃক্ত ছিল কলেজ কর্তৃপক্ষ। অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ ইকবাল উর রহমান সৌরভ বেশ আগ্রহী ছিলেন ১৮ বছরের প্রথম এ আয়োজন নিয়ে।
আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী কলেজের সহকারী অধ্যাপক মো. লাহিন উদ্দিন ও আমিনুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে শুরু থেকেই মিশেছিলেন।
বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এসএ/এমএসএ/এএ