সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাত্র পরামর্শ ও নির্দেশনার পরিচালক ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ।
অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের গ্ল্যাডিওলাস ও গোলাপ ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলো।
উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, কৃষিবিদদের কল্যাণে বাংলাদেশে এখন আর খাদ্য ঘাটতি নেই। বরং পর্যাপ্ত ফসল উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে খাদ্য শস্য রপ্তানি করছে। কৃষিতে বাংলাদেশের অগ্রগতি কেউ থামাতে পারবে না।
এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের শেরেবাংলা এ কে ফজলুল হকের উত্তরসূরি আখ্যা দিয়ে শিক্ষার্থীদের দক্ষ কৃষিবিদ হওয়ার দিক নির্দেশনা দেন।
নবীনবরণ শেষে শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে সব ডিপার্টমেন্ট ঘুরিয়ে দেখানো হয়। মঙ্গলবার (২ জানুয়ারি) থেকে ক্লাশ শুরু হবে বলে জনসংযোগ দফতর বাংলানিউজে জানিয়েছে।
এ বছর বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদে ৬৭২ শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে বলেও জানান যায়।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
জিপি