ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান ছবি-বাংলানিউজটোয়েটিফোর.কম

রাবি: শিক্ষার আলোয় আলোকিত হয়ে মানুষ ও দেশের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

সোমবার (১ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুল ও বিশ্ববিদ্যালয় স্কুলের বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আব্দুস সোবহান বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষার্থীদের ওপর।

শিক্ষার উদ্দেশ্যই বিশ্ব মানবতার কল্যাণ। সেই ব্রত নিয়েই শিক্ষার্থীদের পথ চলতে হবে। দেশ ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে।  

বিশ্ববিদ্যালয় স্কুলের অধ্যক্ষ মো. শফিউল আলমের সভাপতিত্বে আব্দুস সোবহান বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপ উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আনসার উদ্দিন, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, স্কুল দু’টির উপাধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০‌১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।