ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় নারী ডিনকে সংবর্ধনা 

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
ইসলামী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় নারী ডিনকে সংবর্ধনা  অধ্যাপক ড. রেবা মণ্ডলকে সংবর্ধনা

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দ্বিতীয় নারী ডিন হিসেবে আইন ও শরিয়াহ অনুষদের  দায়িত্ব পাওয়ায় অধ্যাপক ড. রেবা মণ্ডলকে সংবর্ধনা দিয়েছে ল’ অ্যাওয়ারনেস ভ্যালুস ডেভলপমেন্ট সেন্টার (এলএভিডিসি)। 

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর আড়াইটায় আইন ও শরিয়াহ অনুষদের ডিনের কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।  

সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন ল’ অ্যাওয়ারনেস ভ্যালুস ডেভলপমেন্ট সেন্টারের সাধারণ সম্পাদক অন্নপূর্ণা রানী।

এসময় উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল, সহকারী অধ্যাপক আনিচুর রহমান, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, এলএভিডিসি’র সহ-সভাপতি আব্দুস সালম, প্রচার সম্পাদক কে এম মাহফুজ মিশু, সদস্য দীপক প্রমুখ।

উল্লেখ্য, ২৩ ডিসেম্বর ড. রেবা আইন ও শরিয়াহ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অধ্যাপক ড. রেবা এলএভিডিসি’র প্রতিষ্ঠাকাল থেকে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।