রোববার (২১ জানুয়ারি) দুপুরে এক বিক্ষোভ মিছিল থেকে এ হুমকি দেন তারা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- অধিভুক্ত বাতিলের দাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা ও যৌন নিপীড়নকারী ছাত্রলীগ নেতাদের বহিষ্কার, প্রশাসনের করা নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার ও দায়িত্ব পালনে ব্যর্থ প্রক্টরের পদত্যাগ।
এসব দাবি না মানলে মঙ্গলবার (২৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করার কর্মসূচি দেন তারা।
শিক্ষার্থীরা বলেন, প্রশাসন আমাদের বিরুদ্ধে যে মামলা করেছে তা সম্পূর্ণ অযোক্তিক ও অগ্রহণযোগ্য। আমরা নিজেদের ভাঙচুরকারী দাবি করে রাজু ভাস্কর্যে প্রায় তিনদিন অবস্থান নিয়েছি। কিন্তু প্রশাসন আমাদের গ্রেফতার করতে আসেনি।
বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
এসকেবি/এএ