ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি টিএসসিসি’র নতুন পরিচালক অধ্যাপক হাসিবুল আলম

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
রাবি টিএসসিসি’র নতুন পরিচালক অধ্যাপক হাসিবুল আলম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নতুন পরিচালক হিসেবে যোগদান করেছেন আইন বিভাগের অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় টিএসসিসি’র অফিস কক্ষে তিনি পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।  

এসময় তিনি টিএসসিসি’র সদ্য বিদায়ী পরিচালক অধ্যাপক টিএমএম নূরুল মোদ্দাসের চৌধুরীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

দায়িত্ব গ্রহণের পরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও টিএসসিসি’র কর্মকর্তা-কর্মচারীরা তাকে অভিনন্দন জানান।

অধ্যাপক হাসিবুল আলম বর্তমানে রাবি ডিবেটিং সোসাইটি’র (রুডস) সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্য। ছাত্রজীবন থেকে তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয়। তিনি ১৯৯৮ সালে আইন বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। ২০১৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন।

দায়িত্ব গ্রহণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক মো. জুলফিকার আলী, রয়াসন বিভাগের অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেজাউল হাসান করিম বকশী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।