রোববার (০৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি ও কেন্দ্র সচিবদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী জানানো হয়, অনিবার্য কারণবশত বিশ্ববিদ্যালয়টির পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী শুধু ৯ নভেম্বরের (শুক্রবার) সকাল ১০টার ‘এ’ ইউনিটের পরীক্ষা ১০ নভেম্বর (শনিবার) বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।
এ ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্র ও আসন বিন্যাস অপরিবর্তিত থাকবে।
এ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে মোট ১০৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬৩ হাজার ৩৬০ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬১ জন শিক্ষার্থী।
বাংলাদেশ সময়: ০৮০৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এসএইচ/