ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

শিক্ষা

আটক করার ২০ ঘণ্টার পর মুক্ত ঢাবিছাত্র

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৬, নভেম্বর ৭, ২০১৮
আটক করার ২০ ঘণ্টার পর মুক্ত ঢাবিছাত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়: গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে আটক করে নিয়ে যাওয়ার ২০ ঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদ হাসানকে ছেড়ে দেওয়া হয়েছে। 

বুধবার (৭ নভেম্বর) বিকেলে আইন বিভাগের চতুর্থ বর্ষের এ শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।  

মঙ্গলবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন শ্যাডো থেকে ডিবি পরিচয়ে সাজ্জাদকে মাইক্রোবাসে করে তুলে নেওয়ার অভিযোগ করেন তার সহপাঠীরা।


  
অধ্যাপক গোলাম রব্বানী বলেন, একজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে একটু আগে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে ছেড়ে দেয়ার বিষয়ে আমাকে অবহিত করা হয়েছে।
 
কেন তাকে তুলে নেওয়া হয়েছে- জানতে চাইলে প্রক্টর বলেন, আইন প্রয়োগকারী সংস্থা তুলে নিয়েছে, আইনগত কোনো বিষয়ে কথা বলার ছিল হয়তো। প্রয়োজনসাপেক্ষেই নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২১০৮
এসকেবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।