সোমবার (১২ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ভর্তি পরীক্ষায় ১২৬৫৩ জনকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
মেধা ও অপেক্ষমাণ তালিকাভুক্ত প্রার্থীদের আগামী ১৪ থেকে ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনুষদ ভিত্তিক অপশন ও নিজেদের তথ্য প্রদান করতে হবে।
১৮ নভেম্বর কোটায় নির্বাচিত প্রার্থীদের সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে প্রয়োজনীয় মূল সনদপত্রসহ স্ব-শরীরে হাজির হয়ে তথ্য দিতে হবে।
মেধা তালিকাভুক্ত প্রার্থীদের অনুষদ ভিত্তিক ফলাফল প্রকাশ করা হবে ২৫ নভেম্বর। ভর্তি পরীক্ষা সম্পর্কিত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (http://admission.bau.edu.bd) পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এসআই