ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভারতীয় মেডিকেল-ডেন্টাল কলেজে প্রবেশিকা পরীক্ষা ৫ মে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
ভারতীয় মেডিকেল-ডেন্টাল কলেজে প্রবেশিকা পরীক্ষা ৫ মে ভারতীয় মেডিকেল/ডেন্টাল কাউন্সিল ওয়েবসাইট

ঢাকা: ভারতীয় মেডিকেল/ডেন্টাল কাউন্সিল অনুমোদিত মেডিকেল/ডেন্টাল কলেজগুলোতে এমবিবিএস/বিডিএস কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষা (স্নাতক)-২০১৯ (এনইইটি-ইউজি)-২০১৯ আগামী ৫ মে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে রোববার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরো উল্লেখ করা হয়, পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য সম্বলিত বুলেটিন www.ntaneet.nic.in এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

অনলাইনে আবেদন জমা দেওয়ার সময়সীমা ৩০ নভেম্বর।  এছাড়া আগ্রহীদের আরো বিস্তারিত তথ্য জানতে ০০৯১-৮০৭৬৫৩৫৪৮২ ও ০০৯১-৭৭০৩৮৫৯৯০৯ অথবা [email protected] এই ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।