শনিবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক বর্ষসেরা এ তিন সাংবাদিকের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজমানি তুলে দেন।
‘অবহেলায় নষ্ট হচ্ছে জাবির ৬ বাসের কোটি টাকার যন্ত্রাংশ’ শিরোনামে গত বছরের ৫ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনের জন্য প্রথম পুরস্কার পেয়েছেন হিমেল।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে জাবিসাসের উপদেষ্টা অধ্যাপক বশির আহমেদ, প্রক্টর শিকদার মো. জুলকারনাইন, রেজিস্ট্রার রহিমা কানিজসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয় শাখা বিভিন্ন সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীদের জমাকৃত প্রতিবেদনগুলো বাংলাদেশের তিনজন প্রথিতযশা সাংবাদিক-শিক্ষক যাচাই-বাছাই করেন।
এর আগে নুর আলম হিমেল পাখি ও জীববৈচিত্র রক্ষায় প্রতিবেদন প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৮ সম্মাননা পান।
২০১৬ সালে সাংবাদিক সমিতি কর্তৃক আয়োজিত বর্ষসেরা সাংবাদিকতা পুরস্কারের তৃতীয়টি লাভ করেন হিমেল। তিনি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এইচএ/