ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি ক্যাম্পাসে তিন শিক্ষার্থীকে মারধর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
ঢাবি ক্যাম্পাসে তিন শিক্ষার্থীকে মারধর আহত সোহরাব হাসান

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে 'নিরাপদ বাংলাদেশ চাই’ ব্যানারে কর্মসূচি পালন করতে আসা তিন শিক্ষার্থী মারধরের শিকার হয়েছে।

রোববার (২৩ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ভেতরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মোল্লা বিন ইয়ামিন, জসিম উদ্দিন আকাশ, সোহরাব হোসেন।

এসব শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনেও নেতৃত্ব দিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, বিকেলে কর্মসূচি পালনের জন্য টিএসসি ক্যাফেটেরিয়ায় খেতে বসলে তাদের উপর ২০-২৫ জন ছাত্রলীগ নেতা অতর্কিতভাবে হামলা করে। এসময় হামলাকারীরা টিএসসির গেট আটকে দেয়। মারধরে সোহরাব হাসানের নাক ফেটে রক্ত বের হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফাহিম রহমান খান পাঠান বলেন, আমরা ৮-১০ জন টিএসসি প্রাঙ্গণে আড্ডা শেষে টিএসসি ক্যাফেটেরিয়ায় খাবার নিয়ে খেতে বসি। তখন আমাদের উপর ছাত্রলীগের বিভিন্ন হলের পদধারী নেতাসহ প্রায় ৮০/৯০ জন হামলা চালায়।

তবে এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।