ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশাল ক্যাডেট কলেজে শতভাগ পাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
বরিশাল ক্যাডেট কলেজে শতভাগ পাস বরিশাল ক্যাডেট কলেজ,ছবি: বাংলানিউজ

বরিশাল: প্রতিবছরের মতো এবারও জেএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে শতভাগ পাসের অবস্থান ধরে রেখেছে বরিশাল ক্যাডেট কলেজ। এবার অংশগ্রহণকারী ৫৫ পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জন জিপিএ-৫ অর্জন করেছে

সোমবার (২৪ ডিসেম্বর) পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরে দুপুরে বরিশাল ক্যাডেট কলেজ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফলাফলের জন্য শিক্ষকমণ্ডলী, ক্যাডেট, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন কলেজের অধ্যক্ষ মো. আতিকুর রহমান।

তিনি বলেন, ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখতে সবাইকে আরও যত্নবান হওয়ার আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।