ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি ইয়েস গ্রুপের নতুন কমিটি গঠন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
জাবি ইয়েস গ্রুপের নতুন কমিটি গঠন মাহবুব আলম, দিপ্তি দেবনাথ ও বাশিরুল ইসলাম (বাঁ থেকে)

জাবি: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগী সংগঠন ইয়ুথ অ্যানগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে টিম লিডার পদে নির্বাচিত হয়েছেন মাহবুব আলম ও ডেপুটি টিম লিডার পদে যথাক্রমে নির্বাচিত হয়েছেন বাশিরুল ইসলাম ও দিপ্তি দেবনাথ।

রোববার (১৩ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সরকার রাজনীতি বিভাগের ১৩৫ নম্বর কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়।

৩৮ জন সদস্য নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে।

নির্বাচন পরিচালনা করেন জাবির সরকার রাজনীতি বিভাগের প্রভাষক ও জাবি ইয়েস গ্রুপের উপদেষ্টা কামরুল হাসান ও টিম কো-অর্ডিনেটর দিলরুবা বেগম মোনালিসা।

এ সময় আরো উপস্থিত ছিলেন- বিদায় কমিটির টিম লিডার মোস্তাফিজুর রহমান সুমন, ডেপুটি টিম লিডার শিহাব উদ্দিন ও সাবেক ডেপুটি টিম লিডার নাসির উদ্দিন লিংকন।

তিনটি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট নয় প্রার্থী অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।