ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
জাবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে প্রশাসন।

বহিষ্কার হওয়া তিন শিক্ষার্থী হলেন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রিজওয়ান রাশেদ সোহান, প্রত্নতত্ত্ব বিভাগের মাহিদ ও মার্কেটিং বিভাগের আহসানুজ্জামান শাওন। তারা সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রথমবর্ষের আবাসিক ছাত্র।

শুক্রবার (১৮ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জাবি প্রক্টর বলেন, ‘বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নিয়মিত সভায় এ তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আট শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা চালানো অভিযোগে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় অধিকতর তদন্তের জন্য চার সদস্য বিশিষ্ট উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ’

এর আগে গত ৯ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় খাবার খেয়ে হলে ফেরার পথে অভিযুক্তরাসহ আরো কয়েকজন মিলে অর্থনীতি বিভাগের আট শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে এক মেয়ে শিক্ষার্থীসহ তিনজন গুরুতর আহত হয়।

এ ঘটনায় পরদিন অভিযুক্তদের শাস্তি চেয়ে প্রক্টর বরাবর অভিযোগ করেন মারধরের শিকার শিক্ষার্থীরা।

প্রক্টর অফিসের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ডের সভায় অভিযুক্তদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সুপারিশ করলে সিন্ডিকেট শুক্রবার তা অনুমোদন দেয়।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।