ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকসু নির্বাচনের দাবিতে স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
বাকসু নির্বাচনের দাবিতে স্মারকলিপি কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান সিকদারের কাছে স্মারকলিপি জমা দিচ্ছেন ছাত্রমৈত্রীর নেতারা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে স্মারকলিপি দিয়েছেন ছাত্রমৈত্রীর নেতারা। 

শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান সিকদারের কাছে তারা স্মারকলিপি দেন।  

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরিশাল মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি শামিল শাহরোখ তমাল, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি মিন্টু দে, বিএম কলেজ শাখা ছাত্রমৈত্রীর সভাপতি জয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন শাওন, সাবেক সভাপতি ইমরান নূর নিরব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জীব বিশ্বাস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সমর সিকদার প্রমুখ।

 

স্মারকলিপিতে অতিদ্রুত নিয়মিত শিক্ষার্থীদের ভোটার তালিকা হালনাগাদ, বাকসুর গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জন এবং বাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।