ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ঢাবি উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান ছাত্রদলের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
ঢাবি উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান ছাত্রদলের অবস্থান কর্মসূচি, ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদালয় (ঢাবি): ভোটকেন্দ্র হল ব্যাতিত একাডেমিক ভবনে করাসহ সাত দফা দাবিতে ঢাকা বিশ্ববিদালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করেন তারা।

পরে তারা মিছিলটি নিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

এ সময় তারা অবিলম্বে সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

এতে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাবি শাখার সভাপতি আল মেহেদী তালুকদার সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।