ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

দীর্ঘ ছুটি শেষে খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
দীর্ঘ ছুটি শেষে খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি: গ্রীষ্মকালীন অবকাশ, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের ছুটি শেষে রোববার (১৬ জুন) থেকে শুরু হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাডেমিক কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এদিকে শিক্ষার্থীদের সুবিধার্থে গত ১৪ জুন (শুক্রবার) থেকে খুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো।

 

গ্রীষ্মকালীন অবকাশ, শবে কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ০৫ মে থেকে শুরু হওয়া ছুটি শেষ হয় ১৩ জুন। ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় রোববার (১৬ জুন) থেকেই শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।