ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
কুবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (০৮ নভেম্বর) থেকে শুরু। 

এদিন সকাল ১০টা থেকে ‘এ’ ইউনিট ও বিকেল ৩টা থেকে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শনিবার (০৯ নভেম্বর) সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।  

এ বছরের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এদিকে, ভর্তি পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের বেশকিছু নির্দেশনা দিয়েছে ভর্তি পরীক্ষা কমিটি।  

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার নিরাপত্তার স্বার্থে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মুখমণ্ডল ও কান খোলা রাখতে হবে; ভর্তি পরীক্ষায় কোনো পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন, মানিব্যাগ, সানগ্লাস, সিম/ক্রেডিট কার্ড বা কোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে ঢুকতে পারবের না; পরীক্ষা চলা সময়ে কেন্দ্রে তালিকাভুক্ত সংশ্লিষ্ট বিশেষ দায়িত্বরত ব্যক্তি ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না; নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রের মূল ফটক দিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় তাদের তল্লাশি করা হবে; এছাড়া কেন্দ্র ও বাইরের আশপাশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা সংস্থা, র্যাব ও সাদা পোশাকে নিরাপত্তা সদস্য, বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি এবং রোভার স্কাউট নিয়োজিত থাকবে।  

পরীক্ষার্থীকে অবশ্যই এসএসসি/এইচএসসি/সমমানের মূল রেজিস্ট্রেশন কার্ড, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও ডাউনলোড করা প্রবেশপত্রের দু’টি রঙিন প্রিন্ট কপি পরীক্ষার হলে নিয়ে আসতে হবে।

এ শিক্ষাবর্ষে ছয়টি অনুষদের অধীনে মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬৮ হাজার ৭৭ জন শিক্ষার্থী। ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) সাতটি বিভাগে মোট ৩৫০টি আসনে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে ২৬ হাজার ৯৭৫টি। ‘বি’ ইউনিটে (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) আটটি বিভাগে ৪৫০টি আসনের বিপরীতে ২৮ হাজার ২৯৫ জন এবং ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) চারটি বিভাগে ২৪০টি আসনের বিপরীতে ১২ হাজার ৮০৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ‘এ’ ইউনিটে একটি আসনের বিপরীতে ৭৭ জন, ‘বি’ ইউনিটে ৬৩ জন এবং ‘সি’ ইউনিটে ৫৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।