ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছেন।
আসন বিন্যাস ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iau.edu.bd) জানা যাবে বলে শিক্ষাপ্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, পরীক্ষার্থীকে প্রবেশপত্রসহ পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে আসনগ্রহণ করতে হবে। পরীক্ষা কক্ষে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি ও যেকোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না।
ভর্তি পরীক্ষার মান হবে ১০০ নম্বর। এরমধ্যে ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে দাখিল ও আলিম বা সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (৪র্থ বিষয়সহ) যথাক্রমে ১০ ও ১০ যোগ করে ছাত্র-ছাত্রীর ভর্তির মেধা তালিকা তৈরি করা হবে।
লিখিত পরীক্ষায় নূন্যতম পাস নম্বর হবে ৪০ শতাংশ। অর্থাৎ লিখিত পরীক্ষায় ৮০ নম্বরের মধ্যে ৩২ নম্বর পেতে হবে। ভর্তি পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এমআইএইচ/ওএইচ/