ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকায় ‘ভালোবাসায় মতিহার’র প্রথম প্রতিষ্ঠা উৎসব ১৩ ডিসেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
ঢাকায় ‘ভালোবাসায় মতিহার’র প্রথম প্রতিষ্ঠা উৎসব ১৩ ডিসেম্বর

ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ভালোবাসায় মতিহার রাজশাহী বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্টস ইউনিটি’র প্রথম প্রতিষ্ঠা উৎসব পালন করতে যাচ্ছে।

আগামী ১৩ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হবে। প্রাক্তন সব ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুরথ কুমার সরকার বাংলানিউজকে জানান, উৎসবে দিনব্যাপী আয়োজনে এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী যারা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন তারা উপস্থিত থাকবেন। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। থাকবে সাংস্কৃতিক নানা আয়োজন।

উৎসবে অংশ নিতে যোগাযোগ- ০১৯৭১৪০১০৮০। নিবন্ধনের জন্য যোগাযোগ-০১৭১৫৬৬৩৬৫১।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।