ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

মাস্টার্স ভর্তির রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
মাস্টার্স ভর্তির রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু হবে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)। চলবে ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ওই দিন বিকেল ৪ টা থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

মেধা তালিকায় স্থান পায়নি, স্থান পেয়েও ভর্তি হয়নি, ভর্তি হয়ে তা বাতিল করেছে-সে সব আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। এছাড়া কলেজ থেকে যে সব আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি, সে সব শিক্ষার্থী আবেদন করতে পারবেন না।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ