ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মধুর ক্যান্টিনের সামনে হঠাৎ ককটেল বিস্ফোরণ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
মধুর ক্যান্টিনের সামনে হঠাৎ ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে কে বা কারা হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে ককটেলটি পুরোপুরি বিস্ফোরিত হয়নি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পৌনে ১১টার পর এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, ককটেলটি অর্ধেক বিস্ফোরিত হয় এবং হালকা শব্দ হয়।

পরে পানি দিয়ে নিভিয়ে ফেলা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, ঘটনা সম্পর্কে অবহিত হয়েছি। কারা করতে পারে সে বিষয়ে আমরা অনুসন্ধান করবো।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।