ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

জিপিএ ৫-এ ঢাকা, পাসের হারে এগিয়ে বরিশাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
জিপিএ ৫-এ ঢাকা, পাসের হারে এগিয়ে বরিশাল পাস করা শিক্ষার্ধীদের উল্লাস। ফাইল ফটো

ঢাকা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলে জিপিএ ৫-এ ঢাকা শিক্ষা বোর্ড এগিয়ে রয়েছে। তবে পাসের হারে এগিয়ে বরিশাল শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে গণভবনে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশের সময় এতথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবছর ঢাকা শিক্ষা বোর্ড থেকে মোট ৫ লাখ ৬১ হাজার ৮৪০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৯৫৩ জন। জিপিএ-৫ পাওয়ার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এ শিক্ষা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৪৭৮ জন।

বরিশাল শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ১৭ হাজার ৪০০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১০ হাজার ৬১৯ জন। পাসের হার ৯৭ দশমিক ৫ শতাংশ, যা এবাছর সব বোর্ডের মধ্যে সর্ব্বোচ্চ। বরিশাল শিক্ষা বোর্ডের পরেই ৯৪ দশমিক ১০ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রাজশাহী।    

এবছর ১৭ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় দেশব্যাপী ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশ নেয়। একই সময় অনুষ্ঠিত জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয় ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন।

আরও পড়ুন>
** জেএসসি-জেডিসি পরীক্ষায় পাসের হার ৮৭.৯০ শতাংশ
** জেএসসি-জেডিসিতে শতভাগ পাস ১৮৪৩ প্রতিষ্ঠানে
** পিইসি-জেএসসি পাস শিক্ষার্থীদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
** জেএসসি-জেডিসি-পিইসি পরীক্ষার ফল দুপুরে

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
আরকেআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ